স্বাস্থ্য দপ্তরে নতুন কর্মী নিয়োগ | SHDS Field Monitor Recruitment 2025

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SHDS Field Monitor Recruitment 2025 – রাজ্যে নতুন করে স্বাস্থ্য দপ্তরে Field Monitor পদে নতুন কর্মী নিয়োগের ইতি মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলার স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন।

পদের নাম – এখানে Field Monitor পদে নিয়োগ করা হবে। আরো বিজ্ঞপ্তি জানিয়েছে, সম্পূর্ণ কন্ট্রাক্ট ভিত্তিক নিয়োগ।

SHDS Field Monitor Recruitment 2025

বয়স সীমা – সকল চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ৫০ বছরের নিচে তাহলে এখানে সরাসরি আবেদন করা যাবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।

বেতন সীমা – চাকরিতে নিযুক্ত হওয়ার পরে শুরুতে মাসিক বেতন এখানে ২৬ হাজার টাকা দেওয়া হবে। পরবর্তীকালে বেতন বাড়ানোর সুযোগ-সুবিধা থাকবে এই পদে।

Rede More : ভূমি দপ্তরে নতুন নিয়োগ শুরু | WB Land Job Recruitment 2025

শিক্ষাগত যোগ্যতা – চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে তাহলে আবেদন যোগ্য এর পাশাপাশি বিভিন্ন রকম অভিজ্ঞতা রয়েছে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশ মনোযোগ সহকারে দেখুন।

SHDS Field Monitor Recruitment 2025

নিয়োগ প্রক্রিয়া – এখানে কোনরকম লিখিত পরীক্ষা নেই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। ইন্টারভিউ কবে, কোথায় , কোন তারিখে বিস্তারিত নিম্ন উল্লেখ করা হয়েছে।

  • প্রয়োজনীয় ডকুমেন্টস :
  • যোগ্যতার সার্টিফিকেট
  • আধার কার্ড অথবা ভোটের কার্ড
  • অভিজ্ঞতার সার্টিফিকেট
  • ২ কপি ফটো
  • এছাড়াও আরও ইত্যাদি

SHDS Field Monitor Recruitment 2025

ইন্টারভিউ শুরু তারিখ-
আগামী মঙ্গলবার (01/07/2025) তারিখ সকাল ১০ টায় ইন্টারভিউ শুরু। স্থান নিম্নে স্ক্রিনশটে উল্লেখ করা হয়েছে।

SHDS Field Monitor Recruitment 2025
SHDS Field Monitor Recruitment 2025
Notice Link Click Here

Leave a Comment