Krishak Bandhu Status Check 2025 – পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প হল এমন একটি গুরুত্বপূর্ণ স্কিম যা কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিজের একাউন্টে ডুকছে কি না, সেটা মোবাইল অথবা কম্পিউটারে কিভাবে বাড়িতে বসে চেক করবেন এমনি উল্লেখ করা হয়েছে।
Krishak Bandhu Status Check 2025
কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিভাবে দেখব :
1) সর্বপ্রথম মোবাইল অথবা কম্পিউটারে এই krishakbandhu.net অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
2) এরপর অফিসিয়াল হোম পেজে নথিভুক্ত কৃষকের তথ্য লেখাটিতে ক্লিক করুন।
3) সিলেক্ট অপশনে ভোটের কার্ড ,আধার কার্ড, ব্যাংক একাউন্ট, মোবাইল নম্বর ,অ্যাকনলেজমেন্ট নং, KBID যেকোনো একটি তথ্য বসিয়ে সার্চ অপশনে ক্লিক করুন।
4) সার্চ অপশন এ ক্লিক করার আগে সঠিকভাবে ক্যাপচার বসিয়ে সার্চ করুন।
5) সঠিকভাবে সার্চ দিলে জমির পরিমাণ এবং ব্যাংক ডিটেইল স এবং পেমেন্ট স্টাটাস দেখাবে।
6) সাকসেস লেখা দেখালে আপনার ব্যাঙ্ক একাউন্টে টাকা সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে।
7) পেন্ডিং (Pending ) দেখালে বুঝতে হবে আবেদন প্রক্রিয়া চলছে।
8) যদি কোনরকম স্ক্রিনে শো না হয় তাহলে সঠিকভাবে পুনরায় চেক করবেন।
Rede More : WBMSC তে নতুন নিয়োগ শুরু 2025 | WBMSC New Recruitment 2025
সর্বশেষে :
1) অফলাইনে সরাসরি জানার জন্য জেলার কৃষি দপ্তরে বা বিডিও অফিসে সরাসরি যোগাযোগ করুন।
2) কিভাবে জানবেন আপনার পেমেন্ট ব্যাংক এ ঢুকছে কিনা তার জন্য নথিভুক্ত কৃষকের তথ্য ও পেয়ে লিস্ট এ দুটি অপশনে ক্লিক করলে খুব সহজে বুঝতে পারবেন।
Krishak Bandhu Status Check 2025
পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিমে বছরে 2 বার জমির পরিমাণ হিসাবে টাকা আর্থিক প্রদান করা হয়। এর পাশাপাশি কৃষকের মৃত্যু হলে দু লক্ষ টাকা বীমা দেওয়া হয়।
আরো বিস্তারিত তথ্য জানার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কতবার সরাসরি বিডিও অফিসে গিয়ে জানতে পারবেন।
Krishak Bandhu Status Check 2025
Website Link | Click Here |
Status Check | Click Here |