ICDS অঙ্গনওয়াড়ি নিয়োগ 2025 | ICDS Anganwadi Recruitment 2025

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ICDS Anganwadi Recruitment 2025 – মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অধীনে নতুন করে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপার পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট ১৯,৫০৩টি শূন্য পদ রয়েছে। নিম্নে আবেদন পদ্ধতি দেখানো হয়েছে।

ICDS Anganwadi Recruitment 2025

পদের নাম (Post Name) :
1) অঙ্গনওয়াড়ি কর্মী (Worker)
2) অঙ্গনওয়াড়ি হেল্পার (Helper)

মোট শূন্যপদ – 19503টি।
অঙ্গনওয়াড়ি কর্মী – 2,027টি
অঙ্গনওয়াড়ি হেল্পার- 17,477টি।

ICDS Anganwadi Recruitment 2025

আবেদন শুরু : আগামী 20 জুন 2025 তারিখ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে।

আবেদন শেষ : ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে আবেদন করতে পারবেন 04/07/2025 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আবেদন নথিভুক্ত করতে পারবেন।

ICDS Anganwadi Recruitment 2025

বয়স সীমা (Age Limit):
সকল চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে এবং বয়স হিসাব করতে হবে এক জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী বয়স বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য নিম্নে বিজ্ঞপ্তি লিংক দেওয়া হয়েছে ডাউনলোড করে দেখুন।

শিক্ষাগত যোগ্যতা (qualification):
চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে তাহলে এই সমস্ত পদ গুলিতে আবেদন করতে পারবেন।

ICDS Anganwadi Recruitment 2025

আবেদন পদ্ধতি : সকল চাকরিপ্রার্থীকে অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন চালাতে হবে। আবেদন করার জন্য নীচে এপ্লাই লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদন ফী : এখানে Gen/OBC/EWS এই সমস্ত প্রার্থীদের ১০০/- টাকা ফি প্রদান করতে হবে। এর পাশাপাশি বাকি সমস্ত প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য নেই সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন।
আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড,ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদি ভাবে।

Website Link Click Here
Apply Online Apply Now

Leave a Comment